তাক্বওয়াহ ভিত্তিক সমাজ ব্যবস্থাই রামাদানের শিক্ষা —ক্বারী আবদুল মুকিত আজাদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৪ ২০২৩, ০৬:০০

ঘুনে ধরা সমাজ পরিবর্তন করতে হলে এবং সমাজে শান্তি আনতে হলে দ্বীনি সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠিত করতে হবে,আল্লাহর পক্ষথেকে রমজান মাস হচ্ছে মুমিন মুসলমানদের জন্য বড় একটি নিয়ামত, তাই এই রমজানের শিক্ষাই হচ্ছে তাক্বওয়াহ ভিত্তিক সমাজ প্রবর্তনের।

গতকাল খেলাফত মজলিস বার্মিংহামের হ্যন্ডসওয়ার্থ শাখার ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি ও মিডলেন্ডস সভাপতি ক্বারী আবদুল মুকিত আজাদ একথাগুলো বলেন।

শাখা সভাপতি হাফেজ মন্জুর আহমদের সভাপতিত্তে ও সেক্রেটারী আলহাজ হান্নান উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির, সেক্রেটারী আ ফ ম শুয়াইব, বায়তুল মাল সম্পাদক হাফেজ আহমদ হুসাইন।

অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন ক্বারী আবদুল্লাহ আল ইমরান, মাওলানা কোদরত উল্লাহ শরীফ, ক্বারী আবদুল খালিক মুশতাক,হাজী আফরোজ আলী, হাজী আইয়ুব মিয়া। প্রমুখ।
খেলাফত মজলিসের সদ্য প্রয়াত আমীর শায়খুল হাদিস আল্লামা যোবায়ের আহমদ সাহেবের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।