জুড়ীতে সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৪ ২০২৩, ১১:৪৯

জহিরুল ইসলাম সরকার, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি, : মৌলভীবাজারের জুড়ীতে সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকালে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশের ২য় সর্বাধিক রক্তযোদ্ধা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির সদস্য মুজাহিদুল ইসলাম জয়দুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, গ্রামীণ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মুজিবুর রহমান, ভূকশিমইল কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম সরকার, কবি ও সাংবাদিক এম রাজু আহমেদ, সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান মুরাদ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি সাইফুর রহমান।

উল্লেখ্য, সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২২ সালের ১০ জানুয়ারী ৫ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে ৩৬ জেলায় বিস্তার লাভ করেছে।