জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৪ ২০২৩, ১৭:১৯

জহিরুল ইসলাম সরকার: মৌলভীবাজার জেলার জুড়ীতে টেক্সাস ইউএসএ কর্তৃক প্রতিষ্ঠিত সানাবিল ফাউন্ডেশনের শুভ উদ্বোধন, উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে এতে সভাপতিত্ব করেন সানাবিল ফাউন্ডেশন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজলের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এসএম জাকির হোসাইন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো: জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ মাহবুবুর চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম, আব্দুস সালাম, জায়েদ আনোয়ার, সাংবাদিক হারিস মোহাম্মদ, এম এম সামছুল ইসলাম, আব্দুর রহমান শাহীন, হাবিবুর রহমান খান, মাহমুদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

সানাবিল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া বলেন, সানাবিল ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অসহায় অসুবিধা বঞ্চিতদের মাঝে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলারা আয় করে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে। আগামীতে সানাবিল ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।