জামিয়া সোবহানিঘাট এর আবনা-ফুযালা পরামর্শ সভা সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৮ ২০২১, ১৫:৩৫

শায়খ শফিকুল হক আমকুনি রাহ. প্রতিষ্ঠিত জামিয়া মাহমুদিয়া সোবহানিঘাট, সিলেট এর আবনা-ফুযালা পরামর্শ সভা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার
জামেয়ার দাওরায়ে হাদিস কক্ষে মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জানেয়ার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর এর সঞ্চালনায় শুরুতে কালামে এলাহি থেকে তেলাওয়াত করেন জামেয়ার ছাত্র জুনাইদ আহমদ। জামেয়ার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দুর্যোগ, ঘর-দোরের অভাব ইত্যাদি বিষয়ে আবনা-ফুযালারা আলোচনা ও স্মৃতিচারণ করেন। তাঁরা সকলেই জামেয়ার প্রতিষ্ঠাতা এবং আজকের এ অবস্থানে জামেয়াকে পৌঁছানোর নিপুন ও একনিষ্ঠ কারিগর শায়খ আমকুনি রাহ. এর কষ্ট ও ত্যাগের কথা স্বীকার করে জান্নাতে তাঁর সুউচ্চ মাকাম কামনা করেন।

জামেয়ার মুহতামিম মাওলানা আহমদ কবীর তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক পরিস্থিতি অনুকূলে আসলে ২০২৩ এর প্রথমদিকে জামিয়ার ২৫ সালা দস্তারবন্দীর আয়োজন করা হবে ইনশা-আল্লাহ।

আলোচনা পর্ব শেষে পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ১৭ জানুয়ারি মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের রাতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

জামেয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী’র দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।