জামিনে মুক্তি পেলেন হেফাজত নেতা মাওলানা খুরশিদ আলম কাসেমী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৭ ২০২১, ১৮:২৬

জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী।

২৭ আগস্ট (শুক্রবার) বিকাল ৫.৩০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে গত রবিবার দুপুরে তিনি জামিন লাভ করেন।

মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা কাসেমীর বড় ছেলে মুফতী মাহমুদুল হাসান।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। পরে তাকে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার মামলায় গ্রেফতার হয়।

জামিনে মুক্তি পেলেন এডভোকেট মাওলানা শাহিনুর পাশা