জাতীয় শিক্ষাক্রম থেকে ইসলামী শিক্ষাকে সঙ্কুচিত করা উদ্বেগজনক: শায়খ আহমাদুল্লাহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৩ ২০২২, ১৪:১৮

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান শায়েখ আহমাদুল্লাহ বলেছেন, পাঠ্যপুস্তক ও জাতীয় শিক্ষাক্রম থেকে ইসলামী শিক্ষাকে সঙ্কুচিত করা চরম উদ্বেগজনক বিষয়। এটা জাতি-বিনাশী, জাতি-বিধ্বংসী ও চরম আত্মঘাতী সিদ্ধান্ত।

রবিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

শায়েখ আহমাদুল্লাহ বলেন, এমনিতেই সকল ক্ষেত্রে মূল্যবোধহীনতার চর্চা বেড়েছে। মূল্যবোধহীনতার মূলে ধর্মীয় শিক্ষার অভাব অন্যতম কারণ। এহেন পরিস্থিতিতে নাগরিকদের নৈতিকভাবে বলীয়ান করার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিধি যখন আরও বাড়ানো জরুরি, তখন তা আরও সঙ্কুচিত করা অযৌক্তিক ও অপরিণামদর্শী।

শায়েখ আহমাদুল্লাহ আরও বলেন, আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবেন। ধর্মীয় শিক্ষাকে শিক্ষাক্রমের সর্বস্তরে গুরুত্বের সঙ্গে প্রতিস্থাপন করবেন।