জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ঈদ পুনর্মিলনী সম্পন্ন; ৪ জুন লন্ডনে আল্লামা হবিগঞ্জীর জীবন শীর্ষক আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৬ ২০২৩, ১৮:১২

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ৩০ এপ্রিল পূর্ব লন্ডনের লি ম্যাডিসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, ইউকে জমিয়তের ট্রেজারার ও লন্ডন মহানগর জমিয়তের সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের জয়েন্ট সেক্রেটারী ও লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামসুল আলম কিয়ামপূরী, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ইউকে জমিয়তের আন্তর্জাতিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি হাফিজ মাওলানা ইলিয়াছ, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও নিউহ্যাম জমিয়তের সভাপতি হাফিজ জিয়াউদ্দিন, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও নিউহ্যাম শাখার সহ সভাপতি মাওলানা মঈন উদ্দিন খান, ইউকে জমিয়তের প্রচার সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক ও হ্যাকনী জমিয়তের সেক্রেটারি হাফিজ রশিদ আহমদ, নিউহ্যাম জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার, সহ সাধারণ সম্পাদক হাফিজ সোহান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা খালিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামিম খান, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, টাওয়ার হামলেটস জমিয়তের সহ-সভাপতি সাইফুর রহমান, নিউহ্যাম জমিয়তের সহ সভাপতি জনাব হুসাইন আহমদ, হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, ইউকে জমিয়তের নির্বাহী সদস্য হাফিজ গিয়াসউদ্দীন, নিউহ্যাম শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ আফসার আলী, দিরাই কন্ঠের পরিচালক মোহাম্মদ ফখরুদ্দীন প্রমুখ।

সভায় আগামী ৪ জুন রবিবার বিকাল সাড়ে ৫টা থেকে মাগরিব পর্যন্ত লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহ:)’র জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ছিলেন ইউকে জমিয়তের প্রধান মুরুব্বি এবং তার পরামর্শ ও দিকনির্দেশনায় ইউকে জমিয়তের কার্যক্রম অব্যাহত ছিল।

এই মহান নেতৃপুরুষের ইন্তেকালে দেশ এবং প্রবাসে জমিয়তের অঙ্গনে যে ক্ষতি সাধন হয়েছে তা  কোনদিন পূরণ হবে না।

ইউকে জমিয়তের উদ্যোগে আয়োজিত শতবার্ষিকী সম্মেলন,শায়খুল হিন্দ কনফারেন্স এবং ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশন সহ বিভিন্ন প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করে যে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য প্রদান করেছেন তা আজ ইতিহাসের স্বর্ণালী অধ্যায়।

সে কারণেই তার জীবন কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

উল্লেখ্য আল্লামা হবিগঞ্জী স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করবেন শায়েখে হবিগঞ্জীর সুযোগ্য সাহেবজাদা হাফিজ মাওলানা মাসরুল হক।

এছাড়াও ব্রিটেনের শীর্ষ ওলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ শায়খে হবিগঞ্জীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা পেশ করবেন।

সভায় মুফতি আব্দুল মুনতাকিম কে আহবায়ক, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী কে যুগ্ন আহবায়ক এবং মাওলানা সৈয়দ নাঈম আহমদকে সদস্য সচিব করে হবিগঞ্জী রহমাতুল্লাহি আলাইহি স্মরণসভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। 

ইউকে জমিয়ত নেতৃবৃন্দ আল্লামা হবিগঞ্জী স্মরণে আয়োজিত জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।