জনগণের আশা-আকাঙ্ক্ষার মূল্যায়ন করবো; সিসিক নির্বাচন প্রসঙ্গে মেয়র আরিফ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৬ ২০২৩, ১৯:২৬

যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

রোববার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সিলেট সিটি নির্বাচনে বিএনপি যাবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র আরিফুল হক। তিনি বলেন, ‘বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে এ নগরের জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়ে আমি অবহিত আছি। তাদের এ আশার মূল্যায়ন আমি করবো।’

মেয়র বলেন, ‘যুক্তরাজ্যে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে একটি সিগন্যাল দিয়েছেন। তিনি কী সিগন্যাল দিয়েছেন তা অচিরেই আমি খোলাসা করবো। এছাড়া নির্বাচন নিয়ে আমার অবস্থানও দ্রুত স্পষ্ট করবো।’

সিলেট ফেরার আগে লন্ডন থেকে রোববার সকালে সরাসরি ঢাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। সেখানে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিমানযোগে সিলেট আসেন। দুপুরে বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র আরিফ প্রার্থী হবেন কি না তা নিয়ে সিলেটে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জনের মধ্যেই লন্ডন সফর করেন তিনি।