জগলুল হায়দার এর কবিতা “মাঞ্জা লাগে”

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৩ ২০২১, ১৩:১৮

মাঞ্জা লাগে

জগলুল হায়দার

দেশ দিয়েছে তাদের সবই
যখন যেটা চান যা লাগে
কিন্তু তারা জয় দিলো না
জিততে তো ভাই মাঞ্জা* লাগে।

দেশ দিয়েছে তাদের সবই
কোক বিরানি পান যা লাগে
কিন্তু তারা জয় দিলো না
জিততে তো ভাই মাঞ্জা লাগে।

দেশ দিয়েছে তাদের সবই
নাটক মুভি গান যা লাগে
কিন্তু তারা জয় দিলো না
জিততে তো ভাই মাঞ্জা লাগে।

বীরবিক্রম (!) যাচ্ছে হেরে
যাহার সাথেই পাঞ্জা লাগে;
হার ছাড়া আর নাই তো উপায়
জিততে তো ভাই মাঞ্জা লাগে।

তাই কি এখন ভুলতে ব্যথা
পেইন কিলার ড্রাগ-গাঞ্জা লাগে!?
জিততে হলে ওসব তো নয়
গুর্দা গিলা মাঞ্জা লাগে।

*মাজা তথা কোমর।