জগলুল হায়দারের ছড়া ‘কেমন বিজয়’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৬ ২০২১, ১২:৫২

 কেমন বিজয়

জগলুল হায়দার


রক্ত দিয়া বিজয় এলো বিজয় এখন পঞ্চাশে

কি পেয়েছে আমজনতা হিসাবটা তাই মন চাষে।

বিজয় দিনেই বিজয় নিছে পড়শি দেশে হাইজ্যাকে

মিত্র নামের চিত্র দিয়া ব্যাস বানালো তাই জ্যা-কে।

বুকে ধরে আল্লাহ রাসুল জয়বাংলার বাণীতে

ফ্রন্ট লাইনে মুক্তি গেছে বুলেট বোমার ঘা নিতে।

নমাস যারা পিছে ছিল বীর মুক্তির ছায়াতে

ষোল তারিখ নায়ক তারাই (!) বাঙালি শেল খায় আঁতে।

সহযোগীই হইল যোগী বিজয় মঞ্চের দৃশ্যতে

মুক্তি হইল পরিণত আচমকা অস্পৃশ্যতে।

বিজয় মঞ্চের সেই ছবিটা মন থেকে কি মানা যায়?

এই প্রশ্নের হয়নি কবর ইতিহাসের জানাজায়।

কেউ পেয়েছে পোলাও তবে ভাত পায় নাই অনেকে

আজো বলো স্বাধীনতার স্মৃতি পোষে মনে কে?

স্মৃতি পোষে ধুঁকে ধুঁকে খুন দেয়া আম লোকে যে

খুনের দামে মেডেল তুইলা তোমরা রাখো শো-কেজে।

যুদ্ধ ছিল জুলুম জয়ের ন্যায় বিচারের ইনসাফে

তাও নামেনি এই নেতারা সেই শহিদের ঋণ সাফে।

ভাতের সাথে ভোটও গেলো ছিন্ন ব্যালট পেপারে

এইটা শালা কাদের বিজয়! তাই তো মানুষ ক্ষ্যাপারে।

কথা কইলে গুম হতে হয় হাত-পা বাঁধা শিকলে

এইটা শালা কিসের বিজয়! মানুষ পড়লো কী কলে?

বিচার ছাড়াই যখন তখন বন্দকযুদ্ধের (!) ঘা পড়ে

এইটা শালা কেমন বিজয় মানুষ আছে ফাঁপরে।

গণতন্ত্রের গন্না দিয়া উন্নয়নের উল্লুকে

জুলুম কায়েম করলো শেষে সোনারবাংলার মুল্লুকে।