জগলুল হায়দারের ছড়া ‘আল্লাহু আকবর’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১০ ২০২২, ০১:১৮

আল্লাহু আকবর

জগলুল হায়দার


কন্যা তুমি সাহসিকা তোমায় লাখো সালাম

তোমার দ্রোহে জাগুক এবার দিল্লি রাচি পালাম।

অতল গভীর ঈমান তোমার রুখলে একাই জুলুম

হাজার হাতির সাহস বুকে কি করে তা ভুলুম।

নেকড়ে হাজার সামনে পিছে সিংহী তুমি একাই

কী দ্যাখালে! বর্ণনা তার যায় না পুরা লেখাই।

জয় শ্রীরামে ভাবছে যারা কানে দিবে তালাই

প্রতিবাদের তাকবীরে সব করলো পালাই পালাই!

সংখ্যা শুধু নয় ভয়ানক বিশাল ছিল শংকা

আগে বহু প্রাণ নিছে যে জয় শ্রীরামের ডঙ্কা।

সংখ্যা এবং শংকাকে তাই তুচ্ছ করার জঙ্গে

লড়ছো শুধু ঈমান নিয়া কেউ ছিল না সঙ্গে।

তুমিই সাচ্চা হিম্মতওয়ালি! অমন তেজী নাড়ায়-

আল্লাহু আকবর ধ্বনি দিলে সামনে কে আর দাঁড়ায়!

সেই ধ্বনিতে জাগুক এবার মজলুম সব লোকে

মরতে তখন হবে না আর কেবল কান্না শোকে।

 

[উৎসর্গঃ প্রতিবাদের প্রতীক কর্ণাটকের ইঞ্জিনিয়ারিং ছাত্রী মুসকান খানকে]