জগলুল হায়দারের ছড়া ‘যার কাজ তার সাজে’

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৪ ২০২০, ১৮:১৮

গানের ভালো মন্দ বিচার
মিউজিসিয়ান করবেন
অংকে কোথায় ভুল বা সঠিক
অংকবিদই ধরবেন।

বিচার নিয়া শেষকথা তো
বিচারকই বলবেন
গাড়ি নিয়া প্যাসেঞ্জার না
গাড়ীর চালক চলবেন।

গ্রহ তারার হিসাব নিকাশ
জ্যোতির্বিদেই রাখবেন
রসায়নের বিচার সভায়
কেমিস্ট আগে থাকবেন।

ধর্ম নিয়া বিতর্কে তয়
কাদের ডেকে আনবেন?
এই ব্যপারে আলেম ছাড়া
কার ফতোয়া মানবেন!?