চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৫ ২০২১, ১৫:০৩

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত ও চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ তিন জনকে আটক করেছে এলাকাবাসী।

এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্রসহ মাদক দ্রব্য উদ্ধার করে এলাকাবাসী।

আটককৃতরা হলো গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মোঃ মনিরুলের ছেলে মোঃ মনোয়ার হোসেন মন্ত্রী (২৪), পাথরপুজা গ্রামের সাবেদ আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬), খড়কাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ মোস্তাকিন (২২)।

এলাকাবাসী জানায়, পেশাদার ডাকাতগন ২৪ জুলাই শনিবার রাত ১০ টার দিকে বংপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে এলাকার কয়েকজন তাদের দেখে ফেলেন। তাদের আচরণ সন্দেহজনক হলে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে তাদেরকে আটক করে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র (চাকু, হাসুয়া, ছোরা) উদ্ধার করেন। এরপর তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে রহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান।

এলাকাবাসী আরো জানান,কিছুদিন থেকে রহনপুর আড্ডা মহাসড়কের মিশন মোড়, বংপুর মার্চেন্ট অটো রাইস মিলের পার্শ্বে এবং চাড়ালডাঙ্গা জোড় ব্রীজ রাস্তায় ডাকাতির ঘটনা ঘটছে। এছাড়া বিভিন্ন গ্রামেও চুরি বৃদ্ধি পেয়েছে। আটক চোরদের সাথে আরও বড় সক্রিয় ডাকাত দল জড়িত আছে বলে মনে করছেন এলাকাবাসী। আটক মোঃ মনোয়ার মন্ত্রী গত ১৫/২০ দিন পূর্বে পুলিশের হাতে আটক হওয়ার পর কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আল শফি আনসারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বংপুরে তিনজন ডাকাত আটক হয়েছে শুনেছি। গোমস্তাপুর থানা পুলিশ তাদের নিয়ে গেছে। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দিলিপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।