গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দিতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিস

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৮ ২০২০, ০২:৫৫

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে কটূক্তি ও দেশের বিভিন্ন স্থানে দ্বীনি মাহফিল বন্ধের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত তাওহীদি জনতার মিছিলে লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, মাওলনা আলী উসমান আজ এক বিবৃতিতে বলেন, ঢাকাসহ বিভিন্নস্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন এর ব্যাপারে ইতিপূর্বে উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে আসছিলো এবং শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদও অব্যাহত রেখেছে। কিন্তু একটি মহল এ ঈমানী প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের বিভিন্ন মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ বাদ জুমা তাওহিদী জনতা বায়তুল মোকাররম উত্তরগেট থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এই মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচার লাঠিচার্জ সহ প্রায় ত্রিশ জনকে গ্রেফতার করেছে। তারা সবাই সাধারণ ধর্মপ্রাণ জনতা। তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

নেতৃদ্বয় আরো বলেন, মুসলমানরা মূর্তি কোনোভাবেই মেনে নিবে না এটা মুসলমানদের ঈমানের সঙ্গে সম্পর্ক সুতরাং ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে এবং ওয়াজ মাহফিলসহ দ্বীনি কর্মতৎপরতা পালনে কোনো প্রতিবন্ধকতা দেশের তাওহিদী জনতা মেনে নিবে না।