গোয়াইনঘাট সদর ইউপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন, অলির খালে ব্রিজ দাবী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৭ ২০২২, ১৭:৫৮

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবগঠিত “১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ” -এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি)গোয়াইনঘাট বাইপাস রোডস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। নবগঠিত ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান।

এর আগে বেলা ২ঘটিকায় ইউপির সর্বসাধারণের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ইউপির প্রশাসক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, গোয়াইনঘাট থানার এসআই প্রলয় রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ জামাল, বিএনপি নেতা হোসেইন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান, নবগঠিত ইউপির সদস্য আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আরশ আলী (কালা মিয়া), উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট কলেজ ছাত্রলীগের সভাপতি দুলাল আহমদ সহ প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি নেতা হোসেইন আহমদ অলির খালের উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বলেন, “ব্রীজটির প্রক্রিয়াধীন কাজ হয়তো ৮০ ভাগ এগিয়েছে। অবশিষ্ট ২০ ভাগের জন্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের দৃষ্টি আকর্ষণ করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।”

মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ফিতা কেটে নবগঠিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ-এর অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করেন।