গোয়াইনঘাটের সুলাল কান্ত এখন বাফুফে সনদপ্রাপ্ত রেফারি

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৮ ২০২২, ০০:২০

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম আলীর গাঁও ইউপির কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলাল কান্ত দে বাফুফে সনদপ্রাপ্ত রেফারি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি এক সময়ের কৃতি ফুটবলার ও কোচ ছিলেন। সুলাল কান্ত দে শিক্ষকতার পাশাপাশি এলাকার বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের রেফারির দায়িত্ব খুবি দক্ষতার সাথে পালন করেছেন। সম্প্রতি তিনি চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত পাঁচদিন ব্যাপী রেফারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ১২ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার ৭০জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এসব প্রশিক্ষাণার্থীদের মধ্যে সুলাল কান্ত দে ছাড়াও গোয়াইনঘাটের বাঘের সড়ক এলাকার কামরুল ইসলাম নামে আরো একজন ছিলেন।

এসব প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ইন্সট্রাক্টর নাজমুল ইসলাম ও সুজিত কুমার ব্যানার্জি। রেফারী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ তুলে দেন চট্রগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন ও চট্টগ্রাম রেফারি এসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান মিরন।এদিকে সুলাল কান্ত দে বাফুফে সনদ অর্জন করায় গোয়াইনঘাটের সচেতন মহল বেশ প্রশংসা জানাচ্ছেন।