গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার কমিটি ঘোষণা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০২ ২০২২, ১৫:২৬

ফয়েজ উল্লাহকে আহ্বায়ক এবং মোঃ গিয়াস উদ্দিন কে সদস্য সচিব করে গণঅধিকার পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা শাখা ঘোষণা করা হয়েছে।

শনিবার রাত ১ টা ৩০ মিনিটে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নুরের স্বাক্ষরিত এক বিবৃতি তে আগামী ৬ মাসের এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক – মোঃ রাছেল হোসেন,মোঃ শাহজালাল সাদী,মোঃ মোজ্জামেল হোসেন,আনোয়ার হোসেন,এডভোকেট মোঃ সাইফুল ইসলাম,মোখলেসুর রহমান,ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ,আনোয়ার পাঠান,মোঃ শরীফ আহমেদ,শহিদুল হাসান মুরাদ,জাকির হোসেন ( মাস্টার), অধ্যাপক নজরুল ইসলাম,কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস,হোসেন মোবারক,মোঃ মিজান, মোঃমাইনুদ্দিন, সোলায়মান সরকার, মোঃমোস্তফা কামাল, এডভোকেট মফিজুল ইসলাম,ডাঃ আব্দুর রহিম,এডভোকেট শাহ আলম সুমন,ডাঃ কিরন অর রশিদ,মোঃ নজরুল আমিন,মোহাম্মদ নাছির আলম বাছির,মোঃ মেহেদী হাসান নাসিম,মোঃ সানা উল্ল্যাহ (মাস্টার),আবদুস সামাদ,ডাঃ মীর হোসেন,আল আমিন নাজাত,সেলিম খান,মাহবুব রহমান,আমিনুল ইসলাম মজুমদার,জসিম ভুইয়া,ইয়াসিন আলম,আরিফুর রহমান,মোঃ জাকির হোসেন,নাজমুস সাকিব তন্ময়,মোঃজাহিদ,কে এম ফরিদ আমিন,আবু জাফর সালেহ,নাসির উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক -মনির হোসেন

যুগ্ম সদস্য সচিব হলেন যারা – ফজলে ইলাহী রুবেল,আরিফ মাহমুদ বাপ্পী,ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিক,সোহেল আমিন,এডভোকেট জয়নাল আবেদীন মাযহারী,জাহিদুল ইসলাম নিশান,এইচ এম সাফায়াত,জসিম উদ্দিন সরকার, আল আবিদ ভুইয়া,আবদুল হাকীম, হাজী ইসমাইল ইসলাম,শাহ আলম মন্টু,আবির খান,ইব্রাহিম খলিল,ডাঃ নুরে আলম,বাপ্পি মজুমদার রনি,আবদুল্লাহ আল নোমান,ইসমাইল হোসেন,আবুল হোসেন,ডাঃ মোঃমাইনুদ্দিন,মোঃ জয়নাল,ডাঃ হুমায়ন কবির,ফখরুল ইসলাম,এম এ মান্নান,মাসুদ আহম্মেদ,সানজিদা আক্তার নিঝুম,ফাতেমা আলম তাজরীন,জেসমিন আক্তার,শারমিন রহমান,সোহাগ আহাম্মেদ ইফতি,কচি আহম্মেদ সোহাগ,কামরুল চৌধুরী,হুমায়ন কবির,নুরে আলম

সদস্য হলেন যারা এডভোকেট জেড হোসেন,এডভোকেট দীপু বড়ুয়া,শরীফউল্লা মজুমদার,মোঃ ফুরকান,তহুরা ইসলাম,শাম্মী সুলতানা,কামরুন্নাহার কানন,আল আমিন,সাইফুল্লাহ সাঈদ,আরিফুল ইসলাম, শফিউল মিরাজ,মহিউদ্দিন,আবু ইউসুফ ভূইয়া,আব্দুল্লাহ আল মামুন,সহেল রানা, ইসলাম সফিক,ফারুক হোসেন,সাইফুল বিন আফসার,মোঃ হাসান,হাসানুল কবির সুহেল, মিঠু আহম্মেদ ও শহিদুল ইসলাম।