খেলাফত মজলিস সিলেট জেলা শাখা পূণর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৫ ২০২১, ২২:৫১

আজ ৫ মার্চ শুক্রবার বেলা ২ টায় পূর্ব জিন্দা বাজারে জেলার মজলিসে শুরার সাধারণ আধিবেশন অনুষ্ঠিত হয়৷ শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়বে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমীর মাওলানা শফিক উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক আখলাক আহমদ, সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মুহিবুর রহমান, হাফেজ মাওলানা নুরুজ্জামান৷ আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ৷ মজলিসে শুরায় শুরা সদ্যস্যদের গোপন ভোটে ২০২১-২২ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন সৈয়দ মাওলানা মুশাহিদ আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা নেহাল আহমদ৷ নব নির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক মজলিসে শুরার সদস্যদের সাথে পরামর্শ করে নিম্নোক্ত সদস্যদেরকে নিয়ে সিলেট জেলা খেলাফত মজলিসের ২৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করেন৷ সভাপতি: সৈয়দ মাওলানা মুশাহিদ আলী
সহ সভাপতি: কারী মাওলানা সিরাজুল ইসলাম, ডা: শাহিদ আহমদ, মাওলানা শামছুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুখলিছুর রহমান, অধ্যাপক এডভোকেট মু. ফজর আলী, মো: শামছুল ইসলাম
সাধারণ সম্পাদক: মাওলানা নেহাল আহমদ
সহ সাধারণ সম্পাদক: মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা ওলীউর রহমান
সাংগঠনিক সম্পাদক: কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আশিকুর রহমান
সহ সাংগঠনিক সম্পাদক: মাস্টার নুরুল হক
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আব্দুল্লাহ আল হাদী
বায়তুলমাল সম্পাদক : হাফেজ মাওলানা শিব্বির আহমদ উলামা বিষয়ক সম্পাদক: সৈয়দ মাওলানা আলী আসগর, শিক্ষা বিষয়ক সম্পাদক : হাফেজ ছইদুর রহমান চৌধুরী
সমাজ কল্যাণ সম্পাদক: হাফেজ মাওলানা সানাওর হোসাইন
শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল কাইয়ুম
অফিস ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আহমদ মাহফুজ আদনান
দাওয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা সালেহ আহমদ
সদস্য: মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সালেহ নজীব আইয়ূবী এবং মাওলানা আজমত উল্লাহ৷ অধিবেশনে বিশ্বনাথ, ওসমানী নগর, বালাগন্জ, দক্ষিণ সুরমা, সিলেট সদর, কোম্পানীগন্জ,জৈন্তাপুর,গোলাপগন্জ, বিয়ানী বাজার, জকিগন্জ, কানাইঘাট উপজেলা ও গোলাপগন্জ, বিয়ানীবাজার, জকিগন্জ এবং কানাইঘাট পৌরসভার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন৷ শুরা অধিবেশনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ঠ শিশু সার্জারী বিশেষজ্ঞ ডা: নজরুল ইসলাম খানের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহিত হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়৷