খিদমাহ ব্লাড ব্যাংক’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৩ ২০২১, ০০:৪০

নিজস্ব প্রতিবেদক: “সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনঃগঠন করা হয়েছে।

২২ জানুয়ারি (শুক্রবার) খিদমাহর অস্থায়ী কার্যালয় মারকাযুল হিদায়া সিলেটের হলরুমে কেন্দ্রীয় সাধারণ পরিষদের বার্ষিক সভায় দায়িত্বশীলদের মতামতের কমিটি পুনঃগঠিত হয়।

খিদমাহর প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহমান কফিল’র সভাপতিত্বে সংগঠনের অগ্রগতির লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়।

কেন্দ্রীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ঘোষণা করেন খিদমাহ’র কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি নুরুযযামান সাঈদ সাহেব। কমিটি নিম্নরূপ:-

চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল, ভাইস চেয়ারম্যান আবু মুসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান, মুস্তাকিম আল মুনতাজ, সেক্রেটারি আবু সাঈদ ইসহাক, মুহাম্মদ মাহবুব রাব্বানী, ইরফান প্রধান, আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, জুবায়ের হাসান লোকমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবীব শাহেল, হুসাইন আহমদ, নাজমুল ইসলাম ইমন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ সালমান, সহকারী কোষাধ্যক্ষ আলবাব হুসাইন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন সারওয়ার, কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম, জুবায়ের আহমদ জুবেল, তানজির আহমদ সোহান প্রমূখ।

খিদমাহ ব্লাড ব্যাংক’র কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি নুরুযযামান সাঈদ সাহেবের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৩ই আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে