কুড়িগ্রামে চেয়ারম্যান হতে মরিয়া ৭ প্রার্থী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৭ ২০২২, ১৮:১৮

রোকন সরকার, কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারীর ৩নং থানাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন প্রার্থী। চেয়ারম্যান পদে নির্বাচিত হতে মরিয়া প্রার্থীরা।দিনরাত ছুটে চলেছেন ভোটারদের দ্বারেদ্বারে।দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঃ রাজ্জাক মিলন নৌকা, স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবীর খুশু চশমা , হুমায়ুন কবির মন্ডল মোটরসাইকেল, আমিনুল ইসলাম ঘোড়া, মহিউদ্দিন আহমেদ টেলিফোন, হালিমুজ্জামান বাবলু আনারস এবং কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত জাহিদুল ইসলাম গামছা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেলো তারা সৎ যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিবেন।বালাবাড়ী হাট বাজারের চাল ব্যবসায়ী আব্দুল হাকিম সহ কয়েকজন ভোটার বলেন, সুষ্ঠু ভোট যেন হয়, ঠিকমতো ভোট যেন দিবার পাই।পছন্দের প্রার্থীকে ভোট দিমো বাহে।এবার শুনতেছি ইভিএম মেশিনত ভোট হইবে। সবাইকে মেশিনে ঠিকভাবে ভোট দেওয়া শিখানো লাগবে।

তারা আরও বলেন, যারাই চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হন না কেন এলাকার উন্নয়নে যেন কাজ করেন এটাই আশা করি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি চিলমারী উপজেলার থানাহাট, রাণীগঞ্জ, রমনা, অস্টমিরচর ও চিলমারী সদর ইউপিতে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এতে চিলমারী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯০ হাজার ২২৩ জন ভোটার ৫১টি কেন্দ্রে ৩২৫টি বুথে প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন।

ইভিএম নিয়ে যেমন আগ্রহ আছে তেমনি সংশয় আছে ভোটারদের মাঝে। প্রার্থীদের দবি ইভিএম নিয়ে সংশয় দূর করতে ট্রায়াল ভোট এবং বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা গেলে ইভিএম নিয়ে কোনো সমস্যা হবে না।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, চিলমারীতে প্রথমবারের মতো ইভিএম-এ ভোট অনুষ্ঠিত হবে। এটা নিয়ে জনগণের মাঝে আগ্রহ আছে, কিছু প্রশ্নও আছে। ইভিএমে আস্থার জায়গাটি হলো ভোট দেওয়ার পর এটা স্বয়ংক্রিয়ভাবে গণনা করে। আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।