কুড়িগ্রামের রৌমারীতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৬ ২০২২, ১৭:৩৪

রোকন সরকার, কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত দেয়াল ভাঙার সময় ইট চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দু‘জন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিকের নাম আবু হানিফ। তিনি ঝগড়ার চর এলাকার মৃত আজিবুর রহমানের ছেলে।

স্থানীয়া জানান, ভোরবেলা স্কুলের পরিত্যক্ত দেয়াল ভাঙার জন্য চারজন শ্রমিককে কাজে ধরায় প্রধান শিক্ষক শামসুল আলম। দেয়াল ভাঙার সময় শ্রমিক আবু হানিফের উপর দেয়াল আছড়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। সরকারি প্রতিষ্ঠানের দেয়াল ভাঙা হলেও প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানাননি। শ্রমিকদের পরিবার বলছে দেয়ালটি ঝুঁকিপূর্ণ হলেও শ্রমিকদের ভুল বুঝিয়ে কাজে ধরায় প্রধান শিক্ষক শামসুল আলম।

প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, এটা তেমন ভবন নয় দেয়াল ছিল। এ কারণে শিক্ষা অফিসকে জানানো হয়নি। ম্যানেজিং কমিটির সবাই জানে বিষয়টি। নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন বলেও জানান তিনি।

উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, ওই স্থানে নতুন ভবন হবে। এ কারণে পুরাতন ভবনের দেয়াল সরাতে শ্রমিক লাগায় প্রধান শিক্ষক। কে জানতো সেখানে এমন ঘটনা ঘটবে। আমরা বিষয়টি পরে জেনেছি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।