কুরআন-হাদীসের শিক্ষা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২৩, ২০:৩১

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কুরআন-হাদীসের শিক্ষা ও আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। ইসলাম হচ্ছে পরশ পাথর। যারাই একবার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে। তাঁরাই সোনায় পরিণত হয়ে যায়। তাঁদের অন্তরে আল্লাহর ভয় জন্ম লাভ করে। তাঁরা শুধু আল্লাহর কাছেই সম্মানিত নয়; বরং দুনিয়াতেও তারা সম্মানিত। হাদিসের আলোকে তাকওয়ার অধিকারী ব্যক্তিরাই সবচেয়ে সম্মানিত। কারণ জাহিলিয়াতের বড় বড় নেতারা আল্লাহর ভয়েই ইসলাম গ্রহণ করে যার ফলে তারা ইসলাম গ্রহণের পরেও মর্যাদাবান হয়ে যান। সর্বস্তরে কোরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক হলে দেশে অশান্তি থাকবে না। ঘুষ দুর্নীতি জুলুম অত্যাচার দেশ থেকে বিদায় নিবে। সর্বস্তরে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ।

১৭ মার্চ বিকালে কেরানীগঞ্জ মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়া মিম হোসাইনিয়ার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ সাদিকুর রহমান শাহিন এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ বিলাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী আনিসুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ মাহবুব ও মুফতী ইলিয়াস রহমানী প্রমুখ।