কাজী জাওয়াদ অন্তু’র কবিতা ‘মিস করি’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২১ ২০২০, ১৯:১৮

মিস করি টি এস সি

মিস করি সেই চায়ের কাপ।

মিস করি শাহবাগে বসে,

অপেক্ষার দোতলা বাস।

মিস করি সেই প্রতীক্ষা,

মিস করি দেখা হওয়া।

মিস করি তোর হাত ধরে

রাজপথ পার হওয়া।

হঠাৎ করে লাল আলোর ফাঁদে

শক্ত করে তোর হাতটা ধরা!

বড্ড বেশি মিস করি

বৃষ্টিদিনের এই দুপুরটায়।

তোর কথায় ভেবে ভেবে,

দুপুর গড়িয়ে সন্ধে হয়।

বৃষ্টি দিনেই হেরেছিলাম

তোর দুষ্ট হাঁসির মিষ্টতায়।

মিস করি ফুচকার থালায়

তোর পছন্দের মিষ্টি টক।

মিস করি কিটক্যাটে ভেজা

তোর ঐ ওষ্ঠ অধর।

মিস করি তোর আহ্লাদের

বসে যাওয়া খামচির দাগ।

মিস করি হাঁসিতে তোর,

বিরিয়ে পড়া চামচিকা দাঁত।

একটি বার ফিরে এসে,

আবার আমাই জড়িয়ে ধর!

দু’জন মিলে লিখতে বসি

একটা নতুন মহাভারত।

 

কাজী জাওয়াদ অন্তু

নাট্যকলা বিভাগ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।