করোনাভাইরাস যেভাবে আমাদের ঈমান শেখায়

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২২ ২০২০, ১১:৫২

শামসুল ইসলাম দুলাল

তিন মাস বাসায় থেকেও করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান। কোনোরকম সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই করোনাক্রান্ত স্বামীর পাশে থেকেও স্ত্রীর করোনা নেগেটিভ।
সর্বোচ্চ সুরক্ষামূলক ব্যবস্থার মধ্যে থেকেও ভিআইপিরা একের পর করোনাক্রান্ত। কোন রকম সুরক্ষা ব্যবস্থার মধ্যে না থেকেও  বিরাট অংশ সাধারণ মানুষ সম্পূর্ণ সুস্থ।
বিশ্বের সর্বাধুনিক রাষ্ট্রগুলো সর্বোচ্চ কড়াকড়ি লকডাউন দিয়েও ঠেকাতে পারছে না করোনা। আবার ঢিলেঢালা লকডাউনও করোনা তেমন প্রভাব ফেলছে না কোথাও কোথাও।
কাউকে করোনা ধরলেই শেষ, আবার কারও শরীরে করোনা এসে চলেও গেছে, অথচ সে জানে না।
এসব দেখে আমরা একটা ব্যাপারই বুঝি, সেটা হলো ঈমান। অর্থাৎ আমাদের সুরক্ষার জন্য চেষ্টা করতে হবে অবশ্যই, সেটা ঠিক আছে। কিন্তু বিশ্বাস রাখতে হবে, এ সুরক্ষাব্যবস্থা আমাকে রক্ষা করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ আমাদের রক্ষা করবেন।
এ বিষয়ে ছড়াকার ফয়েজ হাবীব চমৎকার লিখেছেন-
পজেটিভে নয়তো মরণ
নেগেটিভে জীবন নয়
জীবন মরণ রবের হাতে
তাঁর আশাতে-ই করো ভয়।