করোনাভাইরাস: মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১২ ২০২১, ১৯:১৮

করোনা সংক্রমণ বাড়তে থাকায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ।

মঙ্গলবার সকালে দেশটিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির রাজা। জরুরি অবস্থা জারি করায় দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নড়বড়ে ক্ষমতা খানিকটা শক্তিশালী হলো। এতে দেশটির নিবার্চনও কিছুটা পিছিয়ে গেল।

করোনা নিয়ন্ত্রণে না আসলে মালয়েশিয়ায় এ জরুরি অবস্থা ১লা আগস্ট পর্যন্ত থাকতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের আহ্বানে এ পদক্ষেপ নেয় দেশটির রাজা। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে মুহিদ্দিন আগামী কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানান। জরুরি অবস্থার মধ্যে দেশটিতে নির্বাচন হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি।

মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছে পাঁচ শতাধিক মানুষ।