কবিতার ফেরিওয়ালা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৮ ২০১৮, ১৪:৫২

কবিতা ছিলো নিত্যদিনের সঙ্গী।
কবিতা আমার হৃদয়ের চাওয়া,
অন্তরের তৃষ্ণা মেটানোর পাথেয়।
কবিতাকে খুঁজে বেড়াই সকাল দুপুর-
সন্ধ্যায়।

রাতের নির্জনতায় যখন ভাবি
আমি মুগ্ধ হই তার সুর-ছন্দে।
কবিতা আমার, আমি কবিতার।
আমি কবিতার ফেরিওয়ালা

আমি এক নিঃস্ব মানুষ
কবিতা দিয়ে মেটাই নিঃস্বঙ্গতার প্রহর।
এই বুকে আগলে রাখি তার মমতা।
ভক্তিভরে শ্রদ্ধা কবিতাকে
তাই এই মমতায় আমি আজ-
কবিতার ফেরিওয়ালা।