ওসমানীনগর এর বিশিষ্ট মুরব্বি প্রবাসী শাহ মোশাহিদ আলী আর নেই

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৯ ২০২১, ০১:৫৮

সিলেটের ওসমানীনগরস্থ সোনাতিতা ফকিরপাড়ার (পীরবাড়ি) মরহুম শাহ ইদ্রিস আলীর বড় ছেলে, এলাকার বিশিষ্ট প্রবাসী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, জনাব আলহাজ্ব শাহ মোশাহিদ আলী বার্মিংহাম সিটি হসপিটালে (ইউ.কে) চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। স্বভাবগতভাবে তিনি ছিলেন ধার্মিক, আল্লাহভীরু, স্বচ্ছ ও পরিপাটি জীবনে অভ্যস্থ। সমাজজীবনে তিনি ছিলেন, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, আলেম-উলামা, মসজিদ-মাদরাসা ও অসহায়-দরিদ্রদের সাথে সম্পর্কশীল, মহব্বত পোষণকারী, কল্যাণকামী এবং স্পষ্টভাষী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ (একাশি)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষ থেকে তাঁর মাগফিরাতের জন্য সবার কাছে বিনীতভাবে দোয়া কামনা করা হয়েছে। সবার পক্ষে তাঁর ভাগ্নে মুফতি ইমদাদুল হক ফয়েজী বিশেষভাবে দোয়া চেয়ে বলেন, ‘ব্যক্তি ও সমাজ জীবনে আমাদের মামা মরহুম ও মগফুর শাহ মশাহিদ আলী আল্লাহভীরু এবং পরিচ্ছন্ন ও নির্ভেজাল প্রকৃতির লোক ছিলেন। তদুপরি জীবন পরিক্রমায় কেউ তাঁর কাছ থেকে কোনও প্রকার দুঃখ-কষ্ট পেয়ে থাকলে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে তাঁর মাগফিরাত ও নেক আমলসমূহ কবুল এবং জান্নাত লাভের দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা করি, তিনি যেন আমাদের খালা, ভাই-বোনসহ সবাইকে সবরে জামিল দান করেন এবং দেশ ও প্রবাসের আত্মীয়-অনাত্মীয়, বন্ধু-বান্ধবসহ সবাইকে সুস্থ ও হেফাজতে রাখেন। আপনারাও এ দুয়া করবেন। আল্লাহ সবাইকে ধৈর্য্য ও উত্তম বিনিময় দান করুন। আ-মীন।’