ওসমানীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসতবাড়ি ও যাবতীয় মালামাল পুড়ে ছাই
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৬ ২০২৫, ০২:২৬

সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জাকিরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতবাড়ি ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মাওলানা ওলিউর রহমান সহ ৪টি পরিবারের মোট ৪৮ জন সদস্য একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়ে আজ বাদ আসর ‘ইয়ুথ উলামা ফোরাম পশ্চিম পৈলনপুর ইউনিয়ন’-এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান।
আল-মাসউদ ফাউন্ডেশন ও মাওলানা মুহিউদ্দীন রহ. ট্রাস্ট ইউকের অর্থায়নে ফোরামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, আলু, পেঁয়াজ, তেল, মুরগি ও কাপড়সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় তারা সবাইকে ধৈর্য ধারণের উপদেশ দেন এবং আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান।
এছাড়া ফোরামের সদস্যরা দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদেরও এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।
এসময় ইয়ুথ উলামা ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মুফতি গাজী আব্দুল বাতিন বিজু, মাওলানা শামীম আহমদ, মাওলানা সাইফুদ্দীন মাজমুন, হাফিজ আব্দুল্লাহ কাপ্তান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা রশীদ আলী, মাওলানা ইমরান আহমদ রুবেল, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা আব্দুল বাসিত, হাফিজ আবু বকর, হাফিজ আব্দুল মতিন প্রমুখ।