এবার ভিক্ষুকদের গানে সাড়া জাগালেন মুহিব খান (ভিডিও)

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ৩০ ২০১৯, ১৮:১৮

ইলিয়াস সারোয়ার:
এবার ‘ভিক্ষুকদের গান’ শিরোনামে ভিক্ষুকদের নিয়ে গান করে সাড়া জাগালেন জাগ্রত কবি মুহিব খান ৷ আজ ৩০ জানুয়ারি ইউটিউব চ্যানেলে হলি মিডিয়ায় গানটি প্রকাশিত হয় ৷

গানটি প্রকাশের ৬ ঘন্টার মধ্যে প্রায় ৮ হাজার দর্শক গানটি দেখেন ৷ একই সময়ের মধ্যে প্রায় দুইশত মন্তব্য, ৯ শত লাইক আসে দর্শকদের কাছ থেকে ৷ বিপরীতে আনলাইক মাত্র ৬ টি ৷

দর্শকদের অধিকাংশ মন্তব্যই কবির প্রশংসাসূচক ৷ তবে কেউ কেউ এসব ছেড়ে স্রেফ বিপ্লবী গান গাওয়ার পরামর্শ দিতেও কার্পণ্য করেননি ৷ গানটি দেখে আহমাদ কাউসার নামের একজনের মন্তব্য, ‘ভাই আমি দান খয়রাত করি না ৷ তবে এই ভিডিওটি দেইখা আমার ভুল ভাঙছে ৷ আজ থেকে আমি প্রতিদিন ১০০ টাকা করে গরীবদের দান করব ইনশাআল্লাহ’ ৷

বরাবরের মত গানটির কথা, সুর ও কণ্ঠ মুহিব খানের ৷ সহশিল্পী হিসেবে কণ্ঠ মিলিয়েছেন ফকির আবদুল্লাহ ৷ সাউন্ড রেকর্ড করে হলি টিউন স্টুডিও ৷ সাউন্ড ডিজাইন করেন মাহফুজুল আলম আর ভিডিও এডিটিং করেন আরিফ আরিয়ান ৷

ভিডিওটির শুরুতেই যে লেখাটি ভেসে উঠে স্ক্রিনে তা হলো, ‘প্রকৃত অসহায় প্রতিবন্ধী ভিক্ষুকদের সহায়তা করুন, পেশাদার ভিক্ষুকদের না বলুন’ ৷

গানটির শুরু লিরিকটি এমন-

‘লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদ রাসূল,
এই কলিমা পার করিবে
পুলসিরাতের পুল ৷
দয়াল নবীর শিক্ষা
কইরো না কেউ ভিক্ষা
অচল বইলা হাত পাইতাছি
কর্মের শক্তি নাই,
রিজিক দিবেন আল্লায়
কামাই রুজির নাই উপায়
দশজনের নিকটে আমরা
চায়া মাইগা খাই ৷
বলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদ রাসূল
এই কলিমা পার করিবে পুলসিরাতের পুল…

ভিডিও