এক চোখওয়ালা বাছুর জন্ম : চারিদিকে তোলপাড়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৯ ২০১৯, ০৭:২৪

ভারতের বর্ধমানে জন্ম নেয়া এক চোখের একটি বাছুরকে গোমাতা হিসেবে পূজা করতে শুরু করেছেন স্থানীয়রা। সম্প্রতি বাছুরটির একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এবেলা। তবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এক চোখওয়ালা বাছুরের বিষয়ে সংবাদমাধ্যমটিকে বিশেষজ্ঞরা জানান, এক চোখের বাছুরের জন্ম কোনো অলৌকিক ঘটনা নয়। বাছুরটি ‘সাইক্লপিয়া’ নামের জন্মগত রোগে আক্রান্ত। এই রোগ মানুষেরও হতে পারে। ‘সাইক্লপিয়া’-য় প্রাণী একটি চোখ নিয়ে জন্মায়। সাধারণত মস্তিষ্কের ডান ও বাম অংশ দুই চোখ নিয়ন্ত্রণ করে।

তারা আরও জানান, ‘সাইক্লপিয়া’র ক্ষেত্রে মস্তিষ্কের দুই অংশ একটি চোখকেই নিয়ন্ত্রণ করতে থাকে। এটি একটি বিরল ঘটনা। আলো-অন্ধকারের প্রভেদ বুঝতে পারলেও ‘সাইক্লপিয়া’-য় আক্রান্ত প্রাণীদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জন্মানোর পর বাছুরটির মা তাকে ত্যাগ করলে গ্রামের নারীরাই দায়িত্ব নিয়েছেন শাবকটিকে বাঁচিয়ে রাখার। কিছু অতি উৎসাহী মানুষজন তাকে পূজাও করতে শুরু করেছেন।