একজন মুরগী কবির এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৯ ২০২১, ১৯:৪৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গোলাম মাওলা রনির একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। স্ট্যাটাসটি পাঁচ বছর আগের হলেও বর্তমানে শাহরিয়ার কবিরের পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে দেওয়া সেই স্ট্যাটাসটি ভাইরাল হয়। নিচে তার স্ট্যাটাসটি হুবহু উল্লেখ করা হলো:

একজন মুরগী কবির এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ!

কবির নামে আমার একজন ভাই রয়েছে যার জন্ম মুক্তিযুদ্ধের ঠিক ৮ বছর পরে হয়েছে।

-মাঝে মধ্যে ভাবি- কবির যদি মুক্তিযুদ্ধের সময় তাগড়া যুবক থাকতো এবং যুদ্ধে না গিয়ে উল্টো-
-হানাদারদের দোসর হিসেবে ক্যান্টনমেন্টে মুরগী সাপ্লাইয়ের ব্যবসার মাধ্যমে মুরগী কবির খেতাব হাসিল করতো-
-পরবর্তীতে নিজের কুকীর্তি ঢাকার জন্য বিরাট এক আদর্শিক নেতা সেজে সারাক্ষন বকর বকর করতো। তাহলে বড় ভাই হিসেবে আমি কি করতাম?
-আমি চড় মারতে মারতে মুরগী কবিরের বত্রিশটি দাঁত ফেলে দিতাম।
-পরিবারের অন্য সবাইকে নিয়ে তাকে প্রথমে গৃহবন্দী করতাম এবং পরে আর্ন্তজাতিক অপরাধ-ট্রাইবুনালের নিকট হস্তান্তর করতাম।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জানুয়ারি শাহরিয়ার কবিরকে নিয়ে গোলাম মাওলা রনির এই স্ট্যাটাস ভাইরাল হয়েছিল ফেইসবুকে।