এই মুহূর্তে জাতির সংকট উত্তরণের কার্যকর পথ হচ্ছে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন- বাংলাদেশী উলামা মাশায়েখ ইউকে

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৩ ২০২৫, ০৫:৪৯

বৃঠেনের সর্বদলীয় সর্ববৃহৎ উলামা সংগঠন “বাংলাদেশী উলামা-মাশায়েখ ইউ কে” এর সভাপতি শায়খ মোহাম্মাদ আব্দুল কাইয়ুম ও সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হক এক বিবৃতিতে বলেন দেশ ও জাতির সংকট উত্তরণের কার্যকর পথ হচ্ছে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন।

জুলাই সনদ কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর দলিল নয়; বরং এটি ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের ফসল এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতার বাস্তব রূপরেখা। জাতির অস্তিত্ব রক্ষা, রাষ্ট্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে এই সনদের বাইরে অন্য কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দ সরকারের নিকট জোরালোভাবে দাবি জানান যে
ক. বিলম্ব না করে জুলাই সনদকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে অবিলম্বে কার্যকর করা হোক।
খ. জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করার জন্য সনদে উল্লিখিত সকল প্রস্তাব বাস্তবায়ন করা হোক।
গ. জাতীয় স্বার্থের বিপরীতে কোনো গোষ্ঠীগত স্বার্থ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে বাংলাদেশের আপামর জনগণ তা প্রতিহত করবে।

নেতৃবৃন্দ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই সনদের সফল বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে নতুন যুগে প্রবেশ করবে।
প্রেস বিজ্ঞপ্তি!