ইস্ট লন্ডন বাইতুল মামুর মসজিদের স্থান পরিবর্তন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০২০, ১৮:৫০

ইস্ট লন্ডন ৮৫ রোমান রোডে বাইতুল মামুর একাডেমী বিগত ১৪ বছর যাবত পরিচালিত হয়ে আসছে। গত ফেব্রুয়ারী ২০২০ উক্ত স্থানের মালিক মসজিদের লিজ এক্সেন্টশন না করে অধিক অর্থ লোভের আশায় ব্যবসার জন্য মসজিদকে বন্ধ করে। আলহামদুলিল্লাহ, স্থানীয় একটি দোকানে মসজিদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১১ অক্টোবর ২০২০, ইস্ট লন্ডন ১৯১ রোমান রোডে নতুন স্থানের মালিক মসজিদের জন্য চাবি হস্তান্তর করেছেন।

বাইতুল মামুর একাডেমীর উপদেষ্টা কাউন্সিলার সদরুজ্জামান খান, একাডেমীর সভাপতি হাফিজ আব্দুল কাদির, সেক্রেটারী আলহাজ্ব আতিকুর রাহমান ও ক্যাশিয়ার মাওলানা তায়ীদুল ইসলাম তা নতুন স্থান মসজিদের জন্য নির্ধারিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ক্যাশিয়ার মাওলানা তায়ীদুল ইসলাম পুরাতন স্থানের মালিকের সাথে অনেক চেষ্টা করেও মসজিদ চালু রাখা ব্যর্থ হয়ে নতুন স্থানে যেতে হয়। কিন্তু ঐ মালিক অধিক অর্থ লোভের আশায় মসজিদ বন্ধ করে নিলেও এখন ৮ মাস পর্যন্ত ব্যবসার জন্য কেহ এগিয়ে আসেনি, তা এখনও বন্ধ আছে।