ইন্টারনেট প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ ৭ দিন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৯ ২০১৮, ০৫:৫৭

মোবাইল ইন্টারনেট প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ সাত দিন করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি।
শনিবার দুপুরে রাজধানীর বিটিআরসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক।

এসময় তিনি জানান, বর্তমানে মোবাইল অপারেটররা বিভিন্ন মেয়াদে ইন্টারনেট প্যাকেজ অফার দিচ্ছে। এসব অফারের মেয়াদ এক ঘন্টা থেকে এক মাস পর্যন্ত থাকে। স্বল্প মেয়াদের ইন্টারনেট প্যাকেজ গ্রহীতাদের কাছ থেকে প্রায়ই অভিযোগ আসে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অব্যবহৃত ডেটাও শেষ হয়ে যায়।

এ ধরনের ভোগান্তি থেকে গ্রাহকদের মুক্তি দিতে প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ সাত দিন করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। এছাড়াও কলড্রপ কমাতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।