আড়ং এর পণ্য বয়কটের আহবান- দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগর ক্যাম্পাস

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৫ ২০২১, ১৯:০০

সম্প্রতি আড়ং কর্তৃপক্ষ কর্তৃক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ দাড়ি কে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে আজ সোমবার ওসমানীনগর উপজেলাধীন গোয়ালাবাজারে “দারুল আযহার মডেল মাদরাসা” ওসমানীনগর ক্যম্পাস কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আড়ং এর সকল পণ্য দেশবাসীকে বয়কটের আহবান জানানো হয়।

দারুল আজহার মডেল মাদ্রাসা ওসমানীনগর ক্যাম্পাস এর প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ এর সভাপতিত্বে ও শিক্ষক এইচ এম মিছবাহ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মুতাসিমবিল্লাহ জালালি, প্রথমপাশা জামেয়ার প্রিন্সিপাল মুফতি হুমাইদী হুসাইন কাশেমী, লালাবাজার আলীম মাদরাসার ইংরেজি প্রফেসর জনাব মোহাম্মদ ফজলুর রহমান, গোয়ালাবাজার ইংলিশ মেন্টর এর পরিচালক জনাব আব্দুল আলিম সুহেল, DTLV পরিচালক মস্তাক উদ্দিন মিফতাহ, গোয়ালাবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী তাজ এপ্যারেল প্রোপ্রাইটর জনাব কপিল মাহমুদ, দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগর ক্যাম্পাসের নাজিমে তালিমাত মুফতী রবিউল হক হাবিবী, বক্তারা বর্তমানে আড়ং এর মালামাল বয়কট করা ঈমানের দাবী, আড়ং কর্তৃপক্ষ কে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও আল্লাহর কাছে খাছ তাওবা করার আহবান জানান, দারুল আজহার ওসমানীনগর ক্যাম্পাসের শিক্ষক জনাব মাওলানা আব্দুর রশিদ, এইচ এম আশিকুর রহমান, প্রমুখসহ গোয়ালাবাজারে সর্বসাধারণ ও ব্যবসায়ীগণ।

পরিশেষে প্রোগ্রামের আহবায়ক ও সভাপতি প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ সাহেবের মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।