আল্লামা আহমদ শফীর ইন্তেকালে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকপ্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৮ ২০২০, ২৩:০৩

দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফী পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিকনির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যেটি সহজে পূরণ হবার নয়।

খন্দকার মুক্তাদির শোকবার্তায় আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।