আঞ্জুমানের মজলিসে শুরা সম্পন্ন; সভাপতি শাহ নজরুল ইসলাম, সম্পাদক ইমদাদুল হক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১১ ২০২১, ১৯:৫৩

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার ত্রিবার্ষিক অধিবেশন আজ ১১ সেপ্টেম্বর সিলেট আঞ্জুমান কমপ্লেক্স শায়খুল কুররা রাহ. মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হকের পরিচালনায় দুই অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম। সভায় বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন, বার্ষিক পরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী ছিলো।

দ্বিতীয় অধিবেশনে আঞ্জুমানের কেন্দ্রীয় কমিটি পূণর্গঠন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মমতাজ উদ্দীন কাসেমী ও মুফতি মঞ্জুর রশীদ আমিনী।

শুরা সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলামকে সভাপতি এবং মাওলানা ক্বারী ইমদাদুল হককে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে আমেলা বা কার্যনির্বাহী পরিষদ এবং ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শুরা বা পরামর্শ পরিষদ গঠন করা হয়।

অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন: সহ সভাপতি মাওলানা ক্বারী আব্দুল ওয়াহহাব, মাওলানা ক্বারী জালাল উদ্দীন গবিন্দপুরী, মাওলানা ক্বারী আবুল বাশার, মাওলানা ক্বারী খলিল আহমদ, মাওলানা ক্বারী হারুনুর রশীদ, মাওলানা ক্বারী আব্দুল মালিক, মাওলানা ক্বারী নূরুল মুত্তাকিন জুনাইদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দীক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহীম আজমী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী হুসাইন আহমদ ইছামতি, মাওলানা ক্বারী যুবায়ের আহমদ আনোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী তৈয়্যিবুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল হাই বাহুবলী, মাওলানা ক্বারী হুসাইন আহমদ মিসবাহ, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন। নির্বাহী সদস্য মাওলানা ক্বারী ফয়জুর রহমান মুহাম্মদপুরী, মাওলানা ক্বারী আখতার হুসাইন ও মাওলানা ক্বারী হিফজুর রহমান।

মজলিসে শুরা বা পরামর্শ পরিষদ-এর সদস্যবৃন্দ হলেন: মাওলানা ক্বারী আজমল আলী (সিলেট), মাওলানা ক্বারী আব্দুন নূর আনোয়ারী (মৌলভীবাজার), মাওলানা ক্বারী খলীল আহমদ (হবিগঞ্জ), মাওলানা ক্বারী শামছুল ইসলাম বসু (হবিগঞ্জ), মাওলানা ক্বারী শরীফ আহমদ (মৌলভীবাজার), মাওলানা ক্বারী রেজওয়ানুল হক চৌধুরী (সিলেট), মাওলানা ক্বারী হাফেজ মাছুম আহমদ (সিলেট), মাওলানা ক্বারী রফিক আহমদ মহল্লী (সিলেট), মাওলানা ক্বারী আব্দুল মতিন (বি-বাড়ীয়া), মাওলানা ক্বারী মুফতী শাব্বীর আহমদ (সুনামগঞ্জ), মাওলানা ক্বারী আব্দুল করীম সেওতরপাড়ী (সুনামগঞ্জ), মাওলানা ক্বারী মুফতি ইলিয়াছ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা ক্বারী তালেব উদ্দীন শমসেরনগরী (মৌলভীবাজার), মাওলানা ক্বারী মুফতি আমীর আহমদ (হবিগঞ্জ), মাওলানা ক্বারী রফিকুল ইসলাম যাকারিয়া (সিলেট), মাওলানা ক্বারী শামছুল হক (মৌলভীবাজার), মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দীক (সিলেট), মাওলানা ক্বারী খায়রুল বাশার (বি-বাড়ীয়া), ক্বারী আব্দুল মুকিত আজাদ (ইউকে) ও মাওলানা ক্বারী আব্দুল মুকিত (সৌদিআরব)। উল্লেখ্য, মজলিসে আমেলার সদস্য পদাধিকার বলে মজলিসে শুরার সদস্য।

পরিশেষে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ত্রিবার্ষিক মজলিসে শুরার অধিবেশন সমাপ্ত হয়।