অর্ধশত যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৯ ২০২১, ২০:১২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উড্ডয়নের কিছু সময়ের পরেই একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইন্সের ওই প্লেনে ৫০ জনের বেশি যাত্রী রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতী এক বিবৃতিতে জানিয়েছেন, শ্রীবিজয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৫০০ এর প্লেনটি রাজধানী জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের পরই প্লেনের সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারা প্লেটির সম্পর্কে সব ধরণের তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্লেনে ৫৬ জন যাত্রী এবং ৬ ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ৭ শিশু রয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটার্ডার২৪ডটকম জানিয়েছে যে প্লেনটি এক মিনিটেরও কম সময়ে উচ্চতায় প্রায় ৩,০০০ মিটার (১০,০০০ ফিট) এরও বেশি হ্রাস পেয়েছে।