অপসংস্কৃতি মোকাবিলায় ইসলামী সংস্কৃতি কর্মীদের আরো বেশি সচেতন হতে হবে: প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২২ ২০২২, ২৩:১৩

শিক্ষা-সাহিত্য-বিনোদন সহ সকল ক্ষেত্রে ইসলামী তাহজিব-তামাদ্দুনের উপর আগ্রাসন চলছে। সনাতন এবং পাশ্চাত্যের সকল অপসংস্কৃতি চাপিয়ে দেয়া হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের উপর। সবধরনের অপসংস্কৃতি মোকাবিলায় শিক্ষিত সচেতন সমাজ বিশেষত ইসলামী সংস্কৃতি কর্মীদের আরো বেশি সচেতন হতে হবে।

আজ (২১ সেপ্টেম্বর’২২) দুপুরে আল ফালাহ মিলনায়তনে জামিয়া দারুল ফালাহ এর সাংস্কৃতিক সংগঠন “আল ফালাহ সাংস্কৃতিক ফোরাম” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রাক্তন সহ-সভাপতি প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান উপরিউক্ত কথাগুলো বলেন।

জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক এর নির্বাহী কর্মকর্তা মাওলানা আহমদ শামসুদ্দিন, দৈনিক সিলেট বাণী পত্রিকার সহসম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজ মাওলানা আব্দুল হাদী চৌধুরী।

জামিয়ার সহকারি শিক্ষক আফজাল হোসাইন কামিলের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন;হাফিজ মাওলানা আদনান আহমদ,মাওলানা মাবরুর রাহমানী,হাফিজ মাওলানা ফয়েজ উদ্দীন,হাফিজ মাওলানা মুফতি শরীফ আহমদ প্রমূখ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন; হলি ভয়েস কালচারাল একাডেমির সহযোগী পরিচালক মর্তুজা বিন আফরোজ,প্রশিক্ষক মোস্তফা আহমদ সোহান,আব্দুর রাহিম সহ জামিয়ার ক্ষুদে শিল্পীবৃন্দ।