অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বাহুবল শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ ফুড বিতরন।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৩ ২০১৮, ১৫:৩৮

হবিগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্র ১৯৭৯) বাহুবল সদর শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য বিতরন।

শাহ মোহাম্মাদ দুলাল:
গতকাল অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বাহুবল শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য বিতরন।

শ্রমিকদের খাদ্য বিতরন অনুষ্টানে মোঃ মাসুক মিয়ার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাহুবপ-নবীগঞ্জের মাটি ও মানুষের নেতা বাহুবল,

বাহুবল-নবীগঞ্জের (১) আসনের সংসদ সদস্য জনাব এম,এ মুনিম চৌধুরী বাবু এম,পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাহুবল উপজেলার গন মানুষের নেতা,গরীব দুঃক্ষী মেহনতি মানুষের প্রিয় মুখ জননেতা জনাব আব্দুল হাই চেয়ারম্যান।
শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন বাহুবল সদর শাখার সম্মানিত সভাপতি জনাব শফি আহমেদ চৌধুরী।
খাদ্য বিতরন অনুষ্টানে উপস্তিত ছিলেন বাহুবল সদর শ্রমিক শাখার সম্মানিত সাধারন সম্পাদক জনাব জলিল মিয়া।
এতে উপস্তিত ছিলেন অত্র শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আঃ কাইয়ুম।
খাদ্য বিতরন কালে উপস্তিত ছিলেন বাহুবল সদর শ্রমিক শাখার(১৯৭৯) সম্মানিত সহ-সভাপতি জনাব আয়াত আলী।

এতে উপস্তিত ছিলেন শ্রমিক নেতা জনাব আঃ হক।

এক পর্যায়ে শ্রমিকদের দাবি নিয়ে বক্তৃতা নিয়ে আসেন জনাব শফি আহমেদ চৌধুরী।

তিনি উনার দাবিতে বলেন, আমার শ্রমিকদের জন্য একটা অফিস নাই, একটা স্ট্যান্ট নাই, যার ফলে খুব কাদা আর কাদা অতিক্রম করে অস্তায়ী সি এন জি স্ট্যান্ড থেকে নির্ধারিত তার মানে গন্তব্য জায় পৌছে যায়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছে দাবি তুলে তিনি বলেন, আমার শ্রমিকদের নির্ধারিত স্ট্যান্ট ছিল, উপজেলা নির্বাহী অফিসার বাহুবল বাজারের যানজটের নিরসনের জন্য আমার সি,এন,জি শ্রমিক দের বাহুবল বাজার থেকে উচ্ছেদ করে দেন বাহুবল নির্বাহী অফিসার সাহেব।

শফি আহমেদ বলেন,
আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার সকল শ্রমিক ইউ,এন,ও দেয়া নির্ধারিত স্যান্টে অবস্তান করে আসছে।
তিনি আরোও বলেন,
স্ট্যান্ড পরিবর্তনের ফলে আমার শ্রমিক আমার নির্ধারিত স্ট্যান্ডের যাত্রী পাচ্ছে না।

বহিরাগত সি,এন,জি চালক বাহুবল বাজার থেকে আমার সোয়াইয়া স্ট্যান্ডের যাত্রি উঠিয়ে নিয়ে যায়।

যার ফলে শ্রমিক দের পেটে লাথি মারা হয়।

তিনি দাবি করে বলে বাহুবল বাজারে বহিরাগত কোন ধরনের গাড়ি যেন যাত্রী উঠানামা না করে এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দেয়ার অনুরোধ জানান তিনি।

প্রধান অতিথি সংসদ সদস্য জনাম মুনিম চৌধুরী বলেন, শ্রমিক সকল ধরনের সুবিধা অসুবিধা নিয়ে আগামী মাসে বাহুবল উপজেলা আইন-শৃংখলা মিটিং এ আলোচলা করে সব কিছুর সমাধান করে দেব বলে আশ্বাস দেন তিনি।

এম পি মহোদয় আরোও বলেন আগামী তে আমি যদি আপনার মাঝে প্রতিনিধি হয়ে আসতে পারি তাহলে শ্রমিকদের জন্য আশি হাজার টাকা অনুদান দিয়ে দেব।

আর যদি আপনাদের প্রতিনিধি হয়ে না ও আসতে পারি তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৪০০০০ হাজার টাকা অনুদান দেব।

বিশেষ অতিথি জনাব আব্দল হাই বলেন, বাহুবল বাজারে কোন ধরনের গাড়ি না থাকার জন্য যা যা প্রয়োজন আমি করে দেব।

বিশেষ অতিথি বলেন, শ্রমিকদের পাশে সবসময় থাকি, আজীবন থেকেই যাব।
পরিভাষায় আব্দুল হাই সাহেব বলেন, আমি শ্রমিকদের জন্য ৪০০০০ হাজার টাকার একটি অনুদান দেব।

এ সময় শ্রমিকের হাতে ঈদ সামগ্রী তুলে দেন সংসদ সদস্য জনাব এম এ মুনিম চৌধুরী বাবু এম,পি,বাহুবল উপজেলার চেয়ারম্যান মহোদয়, অত্র শাখার সম্মানিত সভাপতি জনাব সফি আহমেদ চৌধুরী সাধারন সম্পাদক জলিল মিয়া।