৯/১১-এর ঘটনায় লাদেনের যুক্ত থাকার প্রমাণ নেই
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৬ ২০২১, ১৪:৩৩

আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ তালেবানের কাছে যাওয়ার পর থেকেই নতুন কিছু তথ্য উঠে আসছে গণমাধ্যমের খবরে।
তেমনই আলোচিত যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ৯/১১ হামলায় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই এমনটা দাবি করছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
গতকাল বুধবার তিনি এ দাবি করেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে।
এনবিসি নিউজ যখন জানতে চায়, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তান কি আবারও সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত হবে? তখন জবাবে জবিউল্লাহ মুজাহিদ জানান, আমেরিকানদের জন্য ২০০১ সালে ওসামা বিন লাদেন যখন একটি ইস্যু হয়ে দাঁড়ান, তখন তিনি আফগানিস্তানে ছিলেন। এ হামলায় তার জড়িত থাকার যদিও কোনো প্রমাণ নেই, এরপরও এখন প্রতিশ্রুতি দিয়েছি, কারো বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করা হবে না।
এনবিসি নিউজের সাংবাদিক রিচার্ড অ্যাঙ্গেল তখন পুনরায় প্রশ্ন করেন, এতো কিছুর পর এখনও তালেবান সেই ঘটনার দায় স্বীকার করছে না?
জবাবে জবিউল্লাহ মুজাহিদ জানান, কোনো প্রমাণ নেই। ওই যুদ্ধের ২০ বছর পরও ৯/১১-এর ঘটনায় তার যুক্ত থাকার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে যুদ্ধের কোনো ন্যায্যতা ছিল না। এটা যুদ্ধের অজুহাত ছিলো মাত্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দাবি করে আসছিলো ওসামা বিন লাদেনের নির্দেশেই আল কায়েদা ওই হামলা চালায়। ২০০১ সালে টুইন টাওয়ারে ভয়াবহ এই হামলায় ২ হাজার ৭৫৩ জন প্রাণ হারান। তবে এ প্রসঙ্গে কোনো প্রমাণ দেশটি কখনও দেয়নি।
ধারাবাহিক এই হামলায় টুইন টাওয়ারের দুই ভবনে হামলার পর তৃতীয় বিমান হামলা পেন্টাগনে এবং চতুর্থ হামলা হয় পেনসিলভানিয়ায়। তবে পরের দুটি হামলাই ব্যর্থ হয় বলে জানা যায়।