৯ই এপ্রিল হেযবুত তাওহীদের ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্র: আমাদের করণীয়” শীর্ষক সেমিনার
একুশে জার্নাল
এপ্রিল ০৪ ২০১৯, ১২:৫৮

হাবীব আনওয়ার
আগামী ৯ ই এপ্রিল ২০১৯ ঈসাব্দ মঙ্গলবার ঢাকা প্রেস ক্লাব, ভিআইপি লাউঞ্জে সকাল ১০ ঘটিকা থেকে ৯ই এপ্রিল হেযবুত তাওহীদের ইসলাম ও দেশ বিরোধী ভয়ানক ষড়যন্ত্র: আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।সভাপতিত্ব করবেন
আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী ।
ঢাকাসহ দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গতকাল ৩রা এপ্রিল ২০১৯ ঈসাব্দ বুধবার সকাল দশটায় জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসা অফিসে সেমিনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জামিয়া নূরিয়ার সম্মানিত প্রিন্সিপাল এবং ইসলামী খেলাফত আন্দোলনের সম্মানিত আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা মুফতী সুলতান মুহিউদ্দীন, মুফতী আব্দুর রহমান বেতাগী, মুফতী হাবীবুর রহমান, মাওলানা শেখ আজীমুদ্দীন, মুফতী মুুজীবুর রহমান, মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, মুফতী সাইফুল্লাহ নূমানী, মুফতী আব্দুর রহমান সারওয়ার, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আতাউল কারীম মাকসূদ, মাওলানা মুহিউদ্দীন ফারূকী, মাওলানা আফজাল হুসাইনপ্রমুখ।
জামিয়া নূরিয়ার শিক্ষক মাওলানা আকরাম হুসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় দেশ ও উম্মাহের ফিকিরমন্দ এক ঝাঁক উলামায়ে কেরাম এতে মত-বিনিময় করেন।
উপস্থিত উলামায়ে কেরামগণের ঐক্যমত্বে ইসলাম ও দেশের জন্য বিষফোঁড়া কথিত ‘হেযবুত তাওহীদ’ এর অপতৎরতা রোধে জাতিকে সতর্ক করতে কতিপয় নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। যথা-
১- আগামী ৯ই এপ্রিল ২০১৯ ঈসাব্দ রোজ মঙ্গলবার সকাল দশটায় ঢাকা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমিনার।
২- ইসলাম ও দেশ বিরোধী হেযবুত তওহীদের ঘৃণ্য কর্মকাণ্ডের বিবরণীমূলক গবেষণা প্রবন্ধ ও লিফলেট প্রকাশ।
৩- এক সময়কার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন কথিত হেযবুত তাওহীদের ইসলাম ও রাষ্ট্রীয় সংবিধান বিরোধী কর্মকান্ডের ভিডিও ডকুমেন্টারী প্রকাশ।