৮ জুন খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
একুশে জার্নাল ডটকম
জুন ০৪ ২০২০, ১৯:৩৪

জবি প্রতিনিধি; দীর্ঘ ছুটি শেষে আগামী ৮ জুন খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা। সীমিত পরিসরে খোলা থাকবে অফিস।
বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে মুঠোফোন আলাপে প্রতিবেদককে এসব তথ্য জানান।
এসময় উপাচার্য বলেন, শুধু অফিসিয়াল কাজগুলো চালু রাখার জন্য সীমিত পরিসরে কার্যক্রম চলবে। আমাদের নতুন বিল্ডিং, ছাত্রীহলের কনস্ট্রাকশন চলছে, সেগুলো কিছু কাজ আছে, নতুন ক্যাম্পাসের অডিট ও কাগজপত্রের বিষয় আছে, সবমিলিয়ে অফিসিয়াল কাজকর্ম ৮ তারিখ থেকে শুরু হবে।