৮১টি দেশকে হারিয়ে আজ দেশে ফিরছেন বিজয়ী ক্বারী আরিফ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৯ ২০১৮, ১৯:১৬

এম ওমর ফারুক আজাদঃ
মালদ্বীপ এর রাজধানী মালেতে সদ্য সমাপ্ত হওয়া আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। এতে ৮১টি দেশকে পেছনে ফেলে ৪র্থ তম হয়েছেন বাংলাদেশ এর প্রতিযোগি ও ইভেন্টের একমাত্র কিশোর ক্বারী শাহেদ ইকবাল আরিফ।
গতকাল এক জমকালো অনুষ্টানের মাধ্যমে ফাইনাল রাউন্ডের ফলাফল ঘোষনা করা হয়। এতে সেরা ৫এ ৪র্থ তম অবস্থানে বিজয়ী হন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন রাঙ্গামাটিয়া গ্রামের শাহেদ ইকবাল আরিফ।
সমাপ্ত হওয়া প্রতিযোগিতাটির আয়োজন করে মালদ্বীপ এর Al nur Al mubin International Quran Competition নামের একটি সংস্থা। যেটি তত্ত্বাবধায়ন করেন সে দেশের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন।
ফলাফল ঘোষনা হওয়ার পর পরই মুঠোবার্তায় প্রতিবেদককে বিষয়টি সু সংবাদ প্রদানের পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরিফ।
আজ তিনি বিশ্বের বুকে গৌরবের এই সাক্ষর নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্যঃ প্রতিযোগিতা শেষে সে দেশের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন সেরা পাচ ক্বারীদের রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত প্রদান করেন।