৭ দফা দাবি বাস্তবায়নে ঐক্য গড়ে তুলুন —এড. মাওলানা রশীদ আহমদ
একুশে জার্নাল
অক্টোবর ২৭ ২০১৮, ১১:২২
৭ দফা দাবি বাস্তবায়নে ঐক্য গড়ে তুলুন
—এড. মাওলানা রশীদ আহমদko
৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি এডভোকেট মাওলানা রশীদ অাহমদ বলেছেন, ৭ দফা দাবি বাস্তবায়নে ঐক্য গড়ে তুলুন। গ্রাম পাড়া মহল্লার সর্বত্রই এ বার্তা পৌছে দিন। সময় হয়েছে স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার। আন্দোলন করেই নিজেদের অধিকার অাদায় করতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করে গণতন্ত্র ও ভোটের অধিকার পুণঃপ্রতিষ্টা করতে হবে। মাওলানা রশীদ অাহমদ বলেন, ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সফল ও স্বার্থক সমাবেশের মধ্য দিয়ে গণতন্ত্রের সে যাত্রা শুরু হয়েছে। নেতাকর্মীদের গণগ্রেফতার ও হয়রানি করেও মহাসমাবেশকে বানচাল করতে পারেনি সরকার।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রশীদ অাহমদ এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান অাহমদ মৌর’র সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আফসার আহমদ ও সেক্রটারি আনোয়ার হুসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মুখতার হুসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, দুবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজির আহমদ, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, দলিলুর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মতিউর রহমান, দুবাগ ইউনিয়ন যুবদলের প্রতিষ্টাতা সভাপতি মস্তফা আহমদ চৌ, ৯ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সুহেল আহমদ প্রমুখ।