৭২ ঘন্টার মধ্যে নির্বাচন স্থগিত না হলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা মেয়রপ্রার্থী জান্নাতুল ইসলামের
একুশে জার্নাল ডটকম
মার্চ ২১ ২০২০, ১৫:০৭

জসিম উদ্দীন বাঁশখালী প্রতিনিধি
এ রকম হাজারো সিটি নির্বাচন একত্র করলে একজন মানুষের জীবনে মূল্য হবে না। শুধুমাত্র মেয়র হওয়ার জন্য মরণঘ্যাতি করোনা ভাইরাসের মুখে নগরবাসীকে ঠেলে দিতে পারি না। তাই আমি ও আমার দলের পক্ষে নির্বাচন করা অসম্ভব। আপনারা জানেন আমার পক্ষ থেকে বার বার প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে বলা সত্বেও এখনো নির্বাচন স্থগিত করেন নাই।
তাই আমার দলের সিদ্ধান্ত মতে নগরবাসীর জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন স্থগিত না করলে আমার প্রার্থীতা প্রত্যাহার করবো। আগামী ৭২ ঘন্টার মধ্যে নির্বাচন স্থগিতের ঘোষণা না হলে উচ্চ আদালতের স্মরণাপন্ন হবো- ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, দেশবাসীর নিকট আকুল আবেদন আপনারা আতঙ্কিত হবেন না। ধৈর্য্যের সাথে এই দূর্যোগ আমাদের মোকাবেলা করতে হবে। ধৈর্য্যধারণকারীর সাথে সর্বক্ষণ আল্লাহর রহমত থাকে। বাহিরে থেকে যখনই ঘরে ফিরবেন হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে তার পর পরিবারের সদস্যদের সঙ্গে হাত মিলাবেন। বিদেশ থেকে যে সব ভাইয়েরা এসেছেন, আসছেন ও যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। আপনি আপনার পরিবারের ও দেশের মানুষের স্বার্থে সরকারের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোয়ারেনটাইন সেন্টারে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ¦ মুহাম্মদ জান্নাতুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। আজ ২০ মার্চ ২০২০ শুক্রবার, সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনে প্রধান রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান এর কাছে নির্বাচন স্থগিত করার দাবীতে স্মারক লিপি প্রদান করেন। তখন আরো উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক আলহাজ¦ আবুল কাশেম মাতাব্বর, মাওলানা তরিকুল ইসলাম, উত্তর জেলা নেতা মুহাম্মদ ফেরকান সিকদার, ছাত্র নেতা নাজিম উদ্দিন প্রমুখ।