৬ দিনের সফরে যশোর ও মাগুরায় যাচ্ছেন আল্লামা নোমান ফয়জী
একুশে জার্নাল
মার্চ ১৩ ২০১৯, ১৪:২৪

হাবীব আনওয়ার
ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার মহা পরিচালক ও হাটহাজারী ওলামা পরিষদ এর সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা নোমান ফয়জী ৬ দিনের দাওয়াতী সফরে যশোর, মাগুরায় গিয়েছেন।
গতকাল ১২ মার্চ (মঙ্গলবার) রাতে তিনি মাগুরার উদ্দেশ্যে রওয়ানা হোন। দুইজেলার বিভিন্ন ইসলামী সম্মেলন, খতমে বুখারীসহ দ্বীনি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এছাড়াও মেখল মাদরাসার সিলেবাসে পরিচালিত মাদরাসা নিয়ে নবগঠিত বোর্ড’ ফয়জুল মাদারিসল আরাবিয়্যা আল কাওমিয়া’র কার্যক্রম নিয়ে বিভিন্ন মাদ্রাসার পরিচালকদের সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
এসময় তিনি হযরতের নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করেছেন।