“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” জাতীয় ছাত্রসমাজ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ১৪:৪৯
“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ’এর এই স্লোগানকে সামনে রেখে করোনা প্রতিরোধে গ্রামীণ জনপদের হাট-বাজার এবং রাস্তাঘাট ঘাটে জীবানুনাশক কার্যক্রম শুরু করেছে জাতীয় ছাত্র সমাজ।
শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর বুড়িরহাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন, জাতীয় ছাত্রসমাজের প্রধান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ঢাকা।
এসময়ে বুড়ির হাটের কাঁচামাল, মাছসহ পুরোবাজার ছাড়াও পথে-ঘাটে জীবানুনাশক স্প্রে করা হয়। এ সময় তিনি বলেন- সারাদেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের হাট-বাজারগুলোতে এই কার্যক্রম চলবে। তিনি বিত্তবানদের কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।