৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন: গোয়াইনঘাট উপজেলায় নৌকার চমক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০১ ২০২২, ০০:১২

তানজিল হোসেন, গোয়াইনঘাট : ষষ্ঠ ধাপে সিলেটের বিভক্ত দুই ইউপি পূর্ব ও পশ্চিম আলীরগাঁও -এর ১ম নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থীরা চমক দেখিয়েছেন।

আরও পড়ুন: ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ব্যর্থ হচ্ছেন বয়োবৃদ্ধরা

মাঘের হাড় কাঁপানো প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

ভোটের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫নং পূর্ব আলীর গাঁও ইউপিতে চেয়ারম্যান পদে নজরুল ইসলাম নৌকা প্রতীকে ৫০৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ আলী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৭৭১ ভোট।

অপরদিকে নবগঠিত ১০নং পশ্চিম আলীর গাঁও ইউপিতে গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীকে ৪৬১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শুকুর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩৫২ ভোট।