৫ মাসে হিফজ করা খুজাইমাসহ ৮ ছাত্রকে আল্লামা বাবুনগরীর পাগড়ী উপহার

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৯:১৯

চট্টগ্রামের হালিশহরস্থ মারকাযুর রাশাদ মাদরাসা থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাত্র পাঁচ মাসে পূর্ণ কোরআন শরীফ হিফজ বা মুখস্ত করা সমাপ্ত করায় হাফেজ মুহাম্মাদ খুজাইমাসহ আটজন হাফেজ ছাত্রকে সম্মাননা পাগড়ী উপহার দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের আই/জে ব্লক বায়তুল মুশাররফ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মারকাযুর রাশাদ মাদরাসার বার্ষিক মাহফিলে হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে শিক্ষামূলক প্রদর্শনীতে তিনি হাফেজদের এ সম্মাননা পাগড়ী উপহার ও বিশেষ পুরস্কারে ভূষিত করেন।

মাওলানা সানাউল্লাহ নূরী মাহমূদী ও আনাস বিন আব্বাসের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মুফতী ওসমান সাদেক পরিচালিত মারকাযুর রাশাদ একটি এরাবিক মডেলের মাদরাসা। প্রতিষ্ঠাকাল থেকে বিশুদ্ধ আরবী ও বাংলা চর্চায় কৃতিত্বের সাক্ষর রেখেছে। ইতোমধ্যে চট্টগ্রামে বেশ সাড়া জাগিয়েছে এ মাদরাসাটি।

গতকালের মাহফিলে মাদরাসার দু’জন ছাত্র বিশুদ্ধ আরবী ও বাংলা ভাষায় বক্তৃতা উপস্থাপন করলে আল্লামা বাবুনগরী তাদের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসার সার্বিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন, ওমরগণী এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ডক্টর আ.ফ.ম খালেদ হোসাইন। জমিরিয়া ইন্টারন্যাশনালের পরিচালক মাওলানা বেলালুদ্দীন নানুপুরী, বায়তুল করীম মাদরাসার শায়খুল হাদীস ও নির্বাহী পরিচালক মাওলানা ফরিদ আহমদ আনসারী, জামিয়া বাবুনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী রহিম উল্লাহ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, দারুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুফীজুল হক নূরী প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন দারুল ফুরকান মাদরাসার পরিচালক মাওলানা মুনীরুদ্দীন, দারুল উলূম বসুন্ধরা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনজার শাহ, দারুল আবরার মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নাসিরুদ্দীন, জামিয়া বাইতুল করীমের মুহাদ্দিস মাওলানা ওসমান আল-হুমাম, তাহসীনুল কুরআন মাদরাসার পরিচালক মুফতী আব্দুল্লাহ জাফর, ইনসাফের সহ-ব্যবস্থাপনা সম্পাদক ও আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান, কওমি ভিশন সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ ওবাইদ, ইনসাফ প্রতিনিধি জুনাইদ আহমাদ প্রমুখ।